নামজারি করতে কত টাকা, কতদিন সময় ও কি কি লাগে

জমির নামজারি আবেদন করতে চাচ্ছেন? নামজারি করতে কত টাকা লাগে, কি কি কাগজপত্র লাগে এবং কতদিন সময় লাগে এসব বিষয় বিস্তারিত জানতে পারবেন এখানে।

নামজারি আবেদন করার মাধ্যমে জমির মালিকানা পরিবর্তন করা যায়। আবেদন করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগে। এছাড়া, নামজারি আবেদন করতে ফি প্রদান করতে হয়।

এসব বিষয় বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।

নামজারি করতে কত টাকা লাগে

নামজারি আবেদন করার সময় আবেদন ফি ২০ টাকা এবং নোটিশ জারি ফি ৫০ টাকা, মোট ৭০ টাকা অনলাইনে পরিশোধ করতে হয়। নামজারি আবেদন ফি পরিশোধ করার জন্য মোবাইল ব্যাংকিং মাধ্যম বিকাশ/নগদ/উপায় সহ ভিসা/মাস্টারকার্ড পেমেন্ট করা যাবে।

নামজারি করার জন্য অনলাইনে আবেদন ফি জমা দিতে হয়। ক্যাশলেস আবেদন সিস্টেম করার জন্য এখন অনলাইনে ফি জমা নেয়া হয়।

আপনি চাইলে অনলাইনে নামজারি আবেদন করার সময় নামজারি আবেদনের ফি জমা দিতে পারবেন। যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যমে সহজেই ফি জমা দেয়া যায়।

নামজারি করতে কতদিন সময় লাগে

নামজারি আবেদন করার পর উক্ত আবেদনটি নিষ্পত্তি হতে ২৮ দিন সময় লাগে। অর্থাৎ, নামজারি আবেদন করার পর আবেদনটি অনুমোদন হয়ে নতুন মালিকের নামে নামজারি খতিয়ান তৈরি হতে ২৮ দিন সময় লাগে।

আপনার নামজারি আবেদনটি অনুমোদন হয়েছে কিনা জানার জন্য অনলাইনে ই নামজারি যাচাই করতে পারবেন। এছাড়া, চাইলে জমির খারিজ চেক করার মাধ্যমেও বিস্তারিত আপডেট জানতে পারবেন।

নামজারি করতে কি কি লাগে

নামজারি করতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগে। আবেদন করার সময় উক্ত কাগজপত্রের কপি জমা দিতে হয়। এসব কাগজপত্র হচ্ছে —

  1. সর্বশেষ নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণের খতিয়ান (প্রযোজ্য ক্ষেত্রে)
  2. আদালতের আদেশ/রায়/ডিক্রি থাকলে আদেশ এবং আরজির সার্টিফাইড কপি
  3. সর্বশেষ গেজেটে প্রকাশ হওয়া খতিয়ানের কপি
  4. ভূমি উন্নয়ন কর পরিশোধের হালনাগাদ দাখিলা
  5. আবেদনকারীর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি ( আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে)
  6. আবেদনকারীর ভোটার আইডি কার্ডের ফটোকপি
  7. সর্বশেষ জরিপের পর থেকে আবেদনের সময় অব্দি হস্তান্তরের বায়া/পিট দলিল
  8. অনধিক ০৩ মাসের মধ্যে ইস্যুকৃত ওয়ারিশ সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
  9. কোন ব্যক্তি শুনানিতে থাকতে চাইলে তার সদ্য তোলা ছবিসহ হলফনামার কপি
  10. মূল দলিলের সার্টিফাইড কপি/ফটোকপি
  11. আবেদনকারীর নিজের মত জমির চৌহদ্দিসহ কলমি নক্সা
  12. শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিডা কর্তৃক নির্ধারণ করা কাগজপত্র

নামজারি আবেদন করার সময় উপরোক্ত কাগজপত্রগুলো প্রয়োজন হবে। প্রযোজ্য ক্ষেত্রে যেসব কাগজপত্র লাগবে, সেগুলো নাও লাগতে পারে। অর্থাৎ, যখন চাওয়া হবে শুধুমাত্র তখনই প্রয়োজন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top