ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করার জন্য ই নামজারি যাচাই করতে হয়। ই নামজারি চেক করার মাধ্যমে আবেদন অনুমোদন হয়েছে কিনা জানতে পারবেন।
ই নামজারি চেক করার জন্য বিভাগের নাম, আবেদনের আইডি নং প্রয়োজন হবে। অনলাইনে ই নামজারি চেক করার বিস্তারিত পদ্ধতি এই পোস্টে উল্লেখ করে দেয়া হয়েছে। বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।
ই নামজারি যাচাই করার নিয়ম
ই নামজারি যাচাই করার জন্য mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। একটু নিচে স্ক্রোল করে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন লেখার পাশে আপনার বিভাগের নাম সিলেক্ট করুন। আবেদন নম্বর লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন।
উপরোক্ত পদ্ধতিতে ই নামজারি চেক করতে পারবেন অনলাইনে। নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করার জন্য উক্ত পদ্ধতিটি অনুসরণ করুন। এই পদ্ধতিটি নিচে তালিকা আকারে আবারও উল্লেখ করে দেয়া হলো।
- প্রথমেই mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন
- ওয়েবসাইট লোড হলে নিচের দিকে স্ক্রোল করুন
- ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করুন
- পাশে আবেদনের আইডি নম্বর লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন
- তাহলে, ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন